Skip to main content
Common noun কাকে বলে

Common Noun কাকে বলে? এবং এর উদাহরণ


যে সব noun দ্বারা কমন বা একই শ্রেণীর ব্যাক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে common noun বলে

এই (কমন/common) কথাটার সাথে আমরা বেশ পরিচিত আছি।

যেমন পরীক্ষার প্রশ্নপত্র কমন পড়ছে কিনা!

পরীক্ষার প্রশ্নপত্র কমন পড়ুক বা না পড়ুক common noun এর বেলায় কিন্তু অনেক noun-ই common noun এর জালে পড়ে।

কীভাবে? যেমন

পৃথিবীতে অনেক দেশ আছে যেমনঃ (Bangladesh, Pakistan, India) আর এদের কমন নাম Country.

Examples:

  • Dhaka, Khulna, Barishal – (সকল শহরের কমন নাম = City)
  • Apple, Banana, Mango – (সকল ফলের কমন নাম = Fruit)
  • Padma, Meghna, Jamuna – (সকল নদীর কমন নাম = River)
Common noun examples

error: GreenGrammar.Com