যে সব noun দ্বারা কমন বা একই শ্রেণীর ব্যাক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে common noun বলে
এই (কমন/common) কথাটার সাথে আমরা বেশ পরিচিত আছি।
যেমন পরীক্ষার প্রশ্নপত্র কমন পড়ছে কিনা!
পরীক্ষার প্রশ্নপত্র কমন পড়ুক বা না পড়ুক common noun এর বেলায় কিন্তু অনেক noun-ই common noun এর জালে পড়ে।
কীভাবে? যেমন
পৃথিবীতে অনেক দেশ আছে যেমনঃ (Bangladesh, Pakistan, India) আর এদের কমন নাম Country.
Examples:
- Dhaka, Khulna, Barishal – (সকল শহরের কমন নাম = City)
- Apple, Banana, Mango – (সকল ফলের কমন নাম = Fruit)
- Padma, Meghna, Jamuna – (সকল নদীর কমন নাম = River)