Skip to main content
Concrete Noun কাকে বলে?

Concrete Noun কাকে বলে? (উদাহরণসহ)


যে সব noun-এর বাহ্যিক আকার-অস্তিত আছে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, অর্থাৎ

  • দেখা যায়
  • ধরা বা ছোয়া যায়
  • ঘ্রাণ বা স্বাদ গ্রহণ করা
  • অনুভব করা যায়

এদেরকে concrete noun বলে। যেমনঃ

  • cycle
  • book
  • egg
  • water
  • smoke (ধোঁয়া)
  • fire (আগুন)

এদের আমরা অনায়াসে দেখতে, ছুঁতে, আস্বাদন করতে পারি, অপরদিকে…

  • air
  • gas
  • oxygen

এদেরকে আমরা দেখতে না পেলেও ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে পারি। অতএব এদেরকে concrete noun বলে।

আরও দেখুনঃ


error: GreenGrammar.Com