অনলাইনে ইংরেজিতে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য তুমি যদি একটি ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট খুঁজে থাকো তবে তুমি একেবারে ভুল জায়গায় এসে পড় নি।
আজ জানাবো আমাদের ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট সম্পর্কে।
তো চলো শুরু করি…
আমাদের ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইটের নাম
আমাদের ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইটার নাম খুব একটা গর্জিয়াস কিছু না আর একেবারে খারাপ না! GreenGrammar.com
তোমার কি মনে হয়?
আসলে নামের থেকে কামের বিষয়টা ইতো মূল কথা। আমরা সেই কথার দিকেই ফিরে যাই।
আরও জানুনঃ Punctuation Marks
তার আগে আমাদের একটা বিষয়ে ক্লিয়ার থাকা দরকার। ইংরেজি শিখতে কেন বাংলা ওয়েব সাইট?
কোন আইডিয়া?
ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইটের প্রয়োজনীয়তা
আমরা বাংলা ভাষা-ভাষীর মানুষ। বাংলায় কথা বলাতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের মত প্রতিটি জাতি-গোষ্টীর তার নিজের ভাষায় কথা বলতে বা কমিউনিকেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ এবং জ্ঞান-বিজ্ঞান বা শিক্ষা-সংস্কৃতিতে বিকশিত করে।
বিষয়টি একটু সহজে বুঝি, ধরো আমাদের সামনে ইংরেজি কিভাবে সহজে শেখা যায় সে বিষয়ে একটি আর্টিকেল আছে, যার একটি কপি বাংলায় অপরটি ইংরেজিতে।
তো এখন তোমার কাছে প্রশ্ন-
কোন কপিটি পড়ে আমরা সহজে বুঝতে পারবো বা আমাদের জন্য সহজ হবে?
- ইংরেজি কপি না
- বাংলা কপি
নিঃসন্দেহে ১০০% বাংলা কপি, কারণ আমরা বাংলায় অভ্যস্ত।
সেই কারণে আমরা বাংলা ভাষা-ভাষীর মানুষ হয়েও যাতে সহজে ইংরেজি শিখতে পারি তার জন্য এই ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইটি। যেখানে আমরা…
- ইংরেজি গ্রামার
- স্পোকেন ইংলিশ
- বিভিন্ন রকম উদাহরণ যুক্ত করছি
যাতে করে আমাদের ইংরেজি শেখার জার্নিটা একটু হলেও সহজ করতে পারি, সেই লক্ষেই আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি।
আশা করছি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে! Thank you!!!
READ MORE | ||
---|---|---|
Noun | Pronoun | |
Person | ইংরেজিতে নিজের পরিচয় | |
Punctuation Marks | Proper Noun |