Non finite verb এর বিপরীত verb টি হল Finite verb যা প্রধানতম বৈশিষ্ট্য হল যে সে একাই sentence সম্পূর্ণ বা ভাব প্রকাশ করতে সক্ষম। আমারা যত verb শিখি তা হয় Finite verb নতুবা non Finite verb.
আমরা যে এতদিন read, write, have, has, come, go যত প্রকার verb শিখছি তা স্রেফ হয় Finite verb নতুবা non finite verb.
মূলত English grammar এর পুরো দুনিয়ায় যত রকমের verb আছে তাদেরকে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি হয় সেটা Finite verb এর অন্তর্ভুক্ত নয়ত Non finite এর অন্তর্ভুক্ত।
Non finite verb নিয়ে আজকের আমাদের আলোচনা না! কিন্তু এর ঠিক বিপরীত Finite verb নিয়েই আজকের আমাদের মুল আলোচনা হবে।
তো চলো শুরু করা যাক…
আমরা যা জানবোঃ
Finite Verb কাকে বলে?
Finite verb কাকে বলে এর সহজ উত্তর হল যে verb বাক্যের ভাব একা একাই প্রকাশ করতে পারে অর্থাৎ বাক্যের অর্থের পূর্ণতা দিতে সক্ষম এবং Number, Person ও Tense এর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে Finite verb বলে।
Finite verb এর সহজ ব্যাখা মনে হয় সহজ হলো না ক্লিয়ার ভাবে Finite verb চেনার উপায় টা জানার জন্য আরেকটু ব্যাখ্যার দাবি রাখে।
ঠিকা আছে, আগে নিচের উদাহরণ গুলো দেখি।
Example:
- I read.
- He writes.
- I know.
- I eat.
- They play.
Finite Verb চেনার উপায়
প্রথমেই তোমার কাছে প্রশ্নঃ
এগুলো কি বাক্য হল কিনা?
- I read.
- He writes.
- I know.
- I eat.
- They play.
যদি তোমার উত্তর হয় না! তবে কেন ( না ), আমাদের সকলেরই এটা জানা একটা পরিপূর্ণ বাক্য punctuation mark (ফুল স্টপ, প্রশ্নবোধক, বা বিস্ময়কর চিহ্ন) দ্বারা শেষ হবে।
এখানেত দেখা যাচ্ছে প্রতিটিরই শেষে ফুল স্টপ লাগিয়েছি!
কেন লাগিয়েছি এর মূলেই রয়েছে আমাদের Finite verb, কারণ এর আগেই আমারা জেনেছি…
#১ নাম্বার: Finite verb এর বাক্যের ভাব প্রকাশের সক্ষমতা থাকতে হবে
তোমাকে কেউ ডেকে বললঃ কি করিস?
তুমি বললেঃ আমি পড়ি। (I read.) উত্তর হয়ে গেছে।
এখন তুমি যদি মনে কর তুমি কি পড় সেটাও বলতে চাও, সেটা তুমি বলতেই পার…
- I read + a book.
- I read + a newspaper.
#২ নাম্বার – Person এর পরিবর্তন
আমরা person সম্পর্কে জানি!
I (first person) কিন্তু He (third person)
তাই I write a paragraph. বললেও যখন (third person = he/she) আসে তখন verbও এর সাথে সাথে পরিবর্তিত হয়। যেমনঃ
- She reads a book
- He writes a paragraph.
#৩ নাম্বার – Number এর পরিবর্তন
আচ্ছা third person নিয়ে তো অনেক কথা বলছ, কিন্তু third person (They) এর কথা তো বলছ না!
যখন আমরা third person singular number = (he/she) তে ছিলাম verb যেমন পরিবর্তিত হয়েছে আবার, third person plural number = (They) আসছে তখন আবার তার নিজ গতিতি পরিবর্তিত হয়েছে। যেমনঃ
Singular Number | Plural Number |
She reads a book | They read a book. |
He writes a paragraph. | They write a paragraph. |