Skip to main content
ইংরেজিতে নিজের পরিচয়

ইংরেজিতে নিজের পরিচয় ও ঠিকানা কিভাবে দিব ও লিখব (প্রশ্ন-উত্তরসহ)


কীভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিবেন!

অনেক ক্ষেত্রেরেই অনেকের ইংরেজিতে নিজের পরিচয় দেওয়াটা একটু কষ্টের।

তার পরে তা যদি হয় আবার ইংরেজিতে তবে বিষয়টা আবার (কষ্ট + কঠিন) একসাথে।

ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার এই পোস্টে একসাথে (কষ্ট + কঠিন) একটু সহজ করার চেষ্টা করব।

তো চলো শুরু করি।

নিজের সম্পর্কে ১০টি বাক্য ইংরেজিতে বলা

সাধারণ একটা মানুষের ইংরেজিতে নিজের পরিচয় তুলে ধরার এ এক বেসিক ধাপ, সিম্পল ১০টি ইংরেজি বাক্য।

ইংরেজিতে নিজের পরিচয় দেয়া

আরও জানুনঃ Punctuation Marks

স্কুল বা কলেজের ছাত্র হিসেবে ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া

শুরুটা করব কিভাবেঃ

  • Hello / Hi everyone, how are you?
  • Good morning/evening sir/madam
  • Good morning sir and my dear friends

তোমাকে ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার সুযোগের জন্য ধন্যবাদঃ

Thank you sir, for giving me this opportunity to introduce myselfধন্যবাদ স্যার, আমাকে পরিচয় দেওয়ার এই সুযোগ দেওয়ার জন্য
I am glad to introduce myself in front of you and thanks for giving me this opportunityআমি আপনার সামনে নিজেকে পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ
Thank you, my honorable teacher and my dear friends for giving me a chance to say something in front of youধন্যবাদ, আমার মাননীয় শিক্ষক এবং আমার প্রিয় বন্ধুরা আমাকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য
First of all thanks for giving me an opportunity to introduce myselfপ্রথমেই ধন্যবাদ আমাকে আমার পরিচয় দেওয়ার সুযোগ দেওয়ার জন্য

ইংরেজিতে নিজের পরিচয়

Hello everyone,

Thank you, my honorable teacher and my dear friends for giving me a chance to say something in front of you.

I am Raju from Dhaka. I complete my schooling at Dhaka city school. Now, I stay in a hostel in Khulna. My hobbies are reading and writing. I can speak Bangla very well but a little weak in English. I like to speak English. So, I am trying to improve my English skills day by day.

My career goal is to become a medical doctor.

Once again I thank you for giving me this wonderful opportunity.

সবাইকে অভিবাদন,

ধন্যবাদ, আমার মাননীয় শিক্ষক এবং আমার প্রিয় বন্ধুরা আমাকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ঢাকা থেকে রাজু। আমি ঢাকা শহরের স্কুলে আমার পড়াশোনা শেষ করি। এখন আমি খুলনার একটি হোস্টেলে থাকি। আমার শখ লেখা পড়া। আমি বাংলা খুব ভালো বলতে পারি কিন্তু ইংরেজিতে একটু দুর্বল। আমি ইংরেজি বলতে পছন্দ করি। তাই, আমি দিনে দিনে আমার ইংরেজি দক্ষতা উন্নত করার চেষ্টা করছি।

আমার ক্যারিয়ারের লক্ষ্য একজন ডাক্তার হওয়া।

আমাকে এই চমৎকার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ।

ইংরেজিতে নিজের নাম বলুন এবং অন্যের নাম জিঙ্গেস করুন

QUESTION:

  • Who are you?

ANSWER:

  • I am a student.
  • I am a teacher.
  • I’m a doctor.
  • I’m an engineer.

QUESTION:

  • What’s your name? / What is your name?

ANSWER:

  • My name is …
  • I am … / I’m …
  • My first/last name is …
  • My full name is …
  • My nickname is …

Introduce Your Country

QUESTION:

  • Where are you come from? /
  • Where are you from?

ANSWER:

  • Where are you from?

ইংরেজিতে নিজের ঠিকানা বলুন এবং অন্যকে জিঙ্গেস করুন

Where do you live?

What’s your address?

I live in …

My address is …

I spent most of my life in …

I grew up in…

ইংরেজিতে নিজের বয়স বলুন এবং অন্যকে জিঙ্গেস করা শিখুন

How old are you?

What is your date of birth?

I’m … years old?

I’m …

I’m nearly / over / almost …

I’m around your age…

ইংরেজিতে নিজের পরিবার সম্পর্কে বলুন ও অন্যকে জিঙ্গেস করুন

How many people are there in your family?

Who do you live with?

There are … (number) people in my family.

They are… (father / mother / brother / sister / wife – husband / children)

I live with my … (parents / wife / child)

ইংরেজিতে নিজের মোমাইল নাম্বার বলুন এবং অন্যকে জিঙ্গেস করা শিখুন

What is your phone number?

What’s your serial number?

What is your ticket number?

My phone number is …

My serial number is …

My ticket number is …

ইংরেজিতে নিজের পরিচয়, ঠিকান ইত্যাদির( প্রশ্ন ও উত্তর)

ইংরেজিতে নিজের পরিচয়, ঠিকান ইত্যাদির( প্রশ্ন ও উত্তর)
READ MORE
Noun Pronoun
Person ইংরেজিতে নিজের পরিচয়
Punctuation Marks Proper Noun

error: GreenGrammar.Com