Skip to main content
Material noun কাকে বলে

Material Noun কাকে বলে? (Bangla Examples)


যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং এর অন্তর্গত কোন খন্ড বা অংশকে বুঝায় না তাকে material noun বলে

Material noun যে বস্তুকে নির্দেশ করে তাকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু ভিন্ন কোন উপায়ে পরিমাপ করা যায়। যেমনঃ

Examples:

  • gold (সোনা)
  • zinc (দস্তা)
  • iron (লোহা)
  • oil (তেল)
  • water (পানি)
  • salt (লবণ)
  • sugar (চিনি)
  • rice (চাল)
  • Silver (রুপা)
  • copper (তামা)
  • glass (কাচ)

লক্ষ কর, আমরা কাচের তৈরি বিভিন্ন আসবাব-পত্র ব্যবহার করি যার মধ্যে কাচের প্লেট-গ্লাস অন্যতম। এই প্লেট বা গ্লাসের আসল material কিন্তু কাচ।

আবার পরিমাপের কথা যদি বল, প্লেটে করে যে ভাত খাচ্ছ ও গ্লাসে করে যে পানি পান করছ এরা সবাই কিন্তু material noun কারণ এদেরকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না কিন্তু বিভিন্ন উপায়ে পরিমাপ করতে পারি।

যেমনঃ “আমাকে একটি ভাত দাও” আমরা এভাবে বলি না বরং বলি “আমাকে এক চামচ ভাত দাও”

পরিমাপ করলাম চামচ দিয়ে।

আবার, ভাত হওয়ার আগে দোকান থেকে আমরা যে চাল কিনি তখন চালের সংখ্যা গুনে না বরং চাল কেজি মেপে কিনি। যেমন, “আমাকে পাঁচ কেজি চাল দিন”।

এরকম আরো,

  • আমাকে এক গ্লাস দুধ দিন,
  • এক লিটার তেল দিন। ইত্যাদি, ইত্যাদি।

Material Noun কাকে বলে? উপরের উদাহরণ থেকে আশা করি আমরা বুঝতে পরেছি!

আরও দেখুনঃ


error: GreenGrammar.Com