Skip to main content
Noun কাকে বলে

Noun কাকে বলে? কত প্রকার ও কি কি? (১২ প্রকার উদাহরণসহ)


এই মুহূর্তে তোমার আশেপাশে যা কিছু আছে তার প্রতিটির একটি নাম আছে তো নাকি!

এ বিশ্বে নাম ছাড়া কিছু আছে কিনা তা আবিষ্কারের একটা জোর প্রচেষ্টা যেকেউ চালাতেই পারে, এমনকি চাইলে তুমিও!

সে চেষ্টা তুমি কর বা নাই কর! এই লেসনে আমরা চেষ্টা করব noun কাকে বলে? এবং noun কত প্রকার ও কি কি? এ বিষয়ে বিস্তারিত জানার।

তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক…

Noun কাকে বলে?

কোন ব্যক্তি বস্তু, স্থান, ধারণা, ক্রিয়া ইত্যাদির নামকে noun বলে।

যেমন ধরো…

  • তোমার না …….. (noun)
  • তোমার প্রিয় খাবার নাম …….. (noun)
  • তোমার পছন্দের প্রণীর নাম …….. (noun)

Examples:

  • I am Raju.
  • Your favorite food is biryani.
  • We have a pet cat.

More examples:

  • Raju lives in Dhaka with his family.
  • He has many friends.
  • Bangladesh is a small country.

চলো ক্যাটাগরি আকারে একই জাতীয় আরও কিছু noun দেখে নেই যাতে আমাদের বিষয়টি বুঝতে সুবিধা হয়।

উদাহরণসহ Noun এর কিছু ক্যাটাগরি

Example:

  • Name of people and profession: Asif, Zakir, teacher, doctor.
  • Name of food: rice, egg, cake, chicken.
  • Name of places: Dhaka, Khulna, Asia, Bangladesh.
  • Name of animals: rat, cat, cow, dog.
  • Name of things: table, chair, pencil, book.

Classification of Noun বা Noun এর শ্রেণীবিভাগ বা প্রকারভেদ

Classification of nouns

কনফিউশনের আরেক নাম noun

Noun এর প্রকারভেদ, শ্রেণীবিভাগ নিয়ে কমবেশি প্রায় অনেকের মাঝেই কনফিউশন আছে!

সরাসরি যদি প্রশ্ন করা হয় noun কত প্রকার?

এই প্রশ্নর উত্তর কারো মাথায় ৫ না ৭… না না মনে হয় ১০! এরকম বিভিন্ন প্রকারের কথা মাথায় আসে।

কেউ বা আবার বলবে আরে না!

এতসব noun কে আমরা দুটি পৃথক দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। যথাঃ

  1. গণনার উপর ভিত্তি করে ও
  2. অবস্থার উপর ভিত্তি করে

এখন আমাকেই তুমি বল noun নিয়ে আমরা কোন পথে আগাবো! আমি নিজেও কনফিউশড!!!

কিন্তু কেন এই কনফিউশন?

এই কনফিউশনের প্রধান কারণ এত এত noun এবং এর এত ব্যপক ব্যবহার, ফলে শিক্ষার্থীদের বোঝানোর সুবিদার্থে সন্মানিত শিক্ষকগণ বিভিন্ন প্রকার বা ক্যাটাগরিতে ভাগ করেছেন।

ফলে কোন শিক্ষক এই ভাবে শ্রেণীবিন্যাস করেছেন তো অন্যজন অন্যভাবে।

এক্ষেত্রে এই অবস্থা বিবেচনায় নিয়ে এই লেসনে…

শুধু প্রতিটি প্রকার noun-এর ব্যাখ্যা-বিশ্লেষণের দিকে মনোনিবেশ করা হল যাতে করে কেউ যেন কনফিউশনে না পড়ে।অপরদিকে noun এর প্রতিটি খুটি-নাটি বিষয় যেন আমাদের কাছে ক্লিয়ার থাকে।

আর সবশেষে NOUN-এর উপর আমরা মাস্টার হয়ে যাবো।

তো চলো শুরু করা যাক…

প্রথমেই আসো আমরা যে ১২ প্রকার noun নিয়ে উদাহরণসহকারে জানবো তা এক নজরে দেখে নেওয়া যাক।

১২ প্রকার Noun এক-এক করে

  1. Concrete noun
  2. Abstract noun
  3. Proper noun
  4. Common noun
  5. Collective noun
  6. Compound noun
  7. Countable noun
  8. Uncountable noun
  9. Singular noun
  10. Plural noun
  11. Material noun
  12. Possessive noun

1. Concrete Noun কাকে বলে?

যে সব noun-এর বাহ্যিক আকার-অস্তিত আছে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, অর্থাৎ

  • দেখা যায়
  • ধরা বা ছোয়া যায়
  • ঘ্রাণ বা স্বাদ গ্রহণ করা
  • অনুভব করা যায়

এদেরকে concrete noun বলে। যেমনঃ

  • book
  • egg
  • water
  • smoke (ধোঁয়া)
  • fire (আগুন)

এদের আমরা অনায়াসে দেখতে, ছুঁতে, আস্বাদন করতে পারি, অপরদিকে…

  • air
  • gas
  • oxygen

এদেরকে আমরা দেখতে না পেলেও ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে পারি।

2. Abstract Noun কাকে বলে?

কনফিউশনের আরেক নাম abstract noun! যা concrete noun এর ঠিক উল্টো বা বিপরীত।

Abstract noun-এর বাহ্যিক বা দৈহিক কোন আকার-অবস্থিতি নেই। অর্থাৎ abstract noun কে তুমি

  • দেখতে পাবে না
  • ছুতে পারবে না
  • ঘ্রাণ বা স্বাদ গ্রহণ করতে পারবে না
  • শুধুমাএ কল্পনার মাধ্যমে উপলব্ধি করতে পারবে!

অর্থাৎ, যে noun দ্বারা কোন ব্যাক্তি, বস্তু বা ইত্যাদির দোষ, গুণ, (বস্তুগত জিনিসের ঠিক বিপরীত) অবস্তুগত ধারণা বা কাজের নামকে প্রকাশ করে তাকে abstract noun বলে। যেমনঃ

Example:

  • honesty (সততা)
  • freedom (স্বাধীনতা)
  • justice (বিচার)
  • kindness (উদারতা)
  • happiness (সুখ)

Abstract noun নিয়ে যাদের মনে এখন প্রশ্ন আছে। এখন শতভাগ বিষয়টি নিয়ে ক্লিয়ার হতে পারলা না! তারা নিজেকে নিজে এই প্রশ্নগুলো করলে আশা করি এ বিষয় নিয়ে কারো মাঝে আর কোন কনফিউশন থাকবে না।

  • প্রশ্নঃ উপরে উল্লেখিত abstract noun গুলোকে কি তুমি দেখতে পারো?
  • উত্তরঃ না
  • পশ্নঃ এদের ধরতে বা ছুঁতে পারো?
  • উত্তরঃ একই না।

নিজেকে প্রশ্ন ও উত্তর এর সাথে সাথে তোমাদের সুবিদার্থে concrete noun এবং Abstract noun এর একটি পার্থক্য নিচে দেওয়া গেল।

Concrete Noun ও Abstract Noun

CONCRETE NOUNABSTRACT NOUN
যে noun-এর বাহ্যিক আকার-অস্তিত আছে তাদেরকে concrete noun বলেযে noun-এর বাহ্যিক আকার-অস্তিত নেই তাদেরকে abstract noun বলে
Example: book, pen, air, gas, waterExample: honesty, friendship(বন্ধুত্ব), happiness,
দেখা যায়, যেমন (book) আবার ছোঁয়া যায়, যেমন (pen)। gas বা অন্য কোন কিছুর ঘ্রাণ নাকে পাওয়া যায় আবার Air বা বাতাসের শো-শো শব্দ কানে শোনা যায় এবং গায়ে লাগলে অনুভবও করা যায়।দেখা যায় না। যেমন (honesty) ছোঁয়া যায় না। যেমন (friendship) একমাত্র abstract noun কল্পনার মাধ্যমে অনুভব করা যায়। ব্যাস এতটুকুই!
Common noun and Proper noun

3. Proper Noun কাকে বলে?

যে noun কোন ব্যাক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিদিষ্ট নাম বুঝায় তাকে proper noun বলে।

Example:

  • Hasan lives in Dhaka.
  • Raju’s father is a teacher.
  • Khulna is a divisional city in Bangladesh.

Proper noun সর্বদা একটা নির্দিষ্ট নামকে বুঝাবে, অতএব

এখনে (Hasan) নামটি নিদিষ্ট নাম এবং একই সাথে তার বসবাসের সেই শহরের নামটিও নির্দিষ্ট

উদাহরণ থেকে বুঝতে পারলাম proper noun কোন কিছুর নির্দিষ্ট নাম।

উদাহরণে কি আরেকটা জিনিস লক্ষ করেছ Dhaka সেই নির্দিষ্ট শহরের নামটির প্রথম অক্ষর কিন্তু বড় হাতের বা capital letter-এ।

এর কারণ, proper noun বাক্যের প্রথমে আসুক কিংবা শেষে proper noun সর্বদা capital letter-এ হবে

4. Common Noun কাকে বলে?

যে noun দ্বারা এক জাতীয় কোন ব্যাক্তি, বস্তু বা প্রণীর ইত্যাদির প্রত্যেকের সাধারণ নাম বা কমন নামকে বুঝায় তাকে common noun বলে

(Asif, Fahim, Kamal, Suvo) এদের প্রত্যেকের একটি সাধারণ বা কমন নাম দিতে পারি = (boy)

boy = দ্বারা (Asif, Fahim, Kamal, Suvo) যে কাউকে বোঝাতে পারি।

আবার, (Dhaka, Khulna, Borishal) এই শহর গুলোর কমন বা সাধারণ নাম = city

Common Noun ও Proper Noun আরো ভালো ভাবে বুঝতে নিচের পার্থক্যগুলো লক্ষ করঃ

COMMON NOUNPROPER NOUN
Boy (সকল বালকের সাধারণ নাম)Abir, Jamal, Reza (নিদিষ্ট বালকের নাম)
City (সকল শহরের সাধারণ নাম)Dhaka, Khulna, Borishal (নিদিষ্ট শহরের নাম)
Fruit (সকল সাধারণ ফলের নাম)Apple, Mango, Orange (নিদিষ্ট ফলের নাম)
Color (সকল সাধারণ রংয়ের নাম)Red, Green, Blue (নিদিষ্ট রংয়ের নাম)

Common noun যদিও একজাতীয় ব্যাক্তি, বস্তু, পাণীর ইত্যাদির কমন বা সাধারণ নাম বুঝালেও স্বাভাবিক ভাবে এটি singular noun কে বুঝায় যেমন city একটি শহরকেই বুঝায়।

NOTE: Common noun একই সাথে singular-plural উভয়ই হতে পারে। যেমনঃ

Example:

  • Singular: Dhaka is a big city.
  • Plural: There are many big cities in the world.

5. Collective Noun কাকে বলে?

যে noun এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথক ভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে

Example:

একটা family বা পরিবার collective noun-এর আদর্শ উদাহরণ। একটা পরিবারে কতজন member বা সদস্য আছে?

৩, ৫ না আরো বেশি। এই পরিবার কিন্তু একটি collective noun

কিভাবে?

একটা family হতে গেলে কিন্তু নূন্যতম কিছু সদস্য থাকতে হবে তবেই এইটি family হবে নতুবা একটা family হওয়া সম্ভব না।

যেমন একটা class এর কথা চিন্তা কর।

কিছু শিক্ষার্থীর সমষ্টিই কিন্তু একটা – class

Students-এর সমষ্টি = class

নিম্নে Common Noun ও Collective Noun এর একটি পার্থক্য দেখার মাধ্যমে noun দুটি আরো ভালো ভাবে বুঝতে পারবো।

COMMON NOUNCOLLECTIVE NOUN
Member (পরিবারের সদস্যের সাধারণ নাম)Family (কয়েকজন সদস্যের সমষ্টি)
Student (সকল সাধারণ শিক্ষার্থীর নাম)Class (অনেক জন শিক্ষার্থীর সমষ্টি)
Sheep (সকল সাধারণ ভেড়ার নাম)Flock (অনেকগুলো ভেড়ার সমষ্টি বা পাল)
Soldier (সকল সাধারণ সৈনের নাম)Army (সেনা সদস্যের সমষ্টি)

নিচে আরো কিছু collective noun-এর উদাহরণ দেওয়া গেল।

  • group (গোষ্টী)
  • stack (গাদা বা স্তূপ)
  • bundle (গোছা)
  • swarm (মৌমাছির ঝাঁক)
  • gang (দল)
  • flock (পাল)
  • library (পাঠাগার)
  • audience (শ্রোতাবর্গ)
Compound noun

6. Compound Noun কাকে বলে?

দুই বা ততোধিক word মিলে যদি কোন noun তৈরি করে তবে তাকে compound noun বলে।

এখানে word এর মাঝে কম্বিনেশনটা গুরুত্বপূর্ণ। Word-এর কম্বিনেশনের পরে compound noun কে আমরা তিনটি রুপে দেখতে পাই।

  1. একটি word-এ
  2. দুটি আলাদা word-এ
  3. হাইপেনযুক্ত word-এ

১টি word এ Compound Noun

Air + planeAirplane
Back + groundBackground
Bath + roomBathroom
Tooth + pasteToothpaste
Bed + roomBedroom
Key+ boardKeyboard
Finger + printFingerprint
Ear + phoneEarphone
Police + manPoliceman
Motor + cycleMotorcycle
Green + houseGreenhouse

দুটি ভিন্ন অর্থবোধক word মিলে একটি word তৈরি করেছে যেমন, Air মানে বাতাস আর plane মানে সমতল (দুটি word মিলে অর্থ দাড়াল)

Air + plane = Airplane (উড়োজাহাজ)

Warning: প্রায়ই compound noun যুক্ত শব্দের পরিবর্তে আলাদা ভাবে word গুলো আসলে এর অর্থ ও গ্রামার এর দিক পরিবর্তন হয়। তাই compound noun ব্যবহারের ক্ষেত্রে সতকর্তা অবলম্বন করা অবশ্যক।

Compound noun বিভিন্ন স্ট্রাকচার গঠিত হয়। যেমনঃ

  • Noun + Noun
  • Adjective + Noun
  • Noun + Verb
  • Verb + Noun

Compound Noun গঠন স্ট্রাকচার কিছু Example

NOUN + NOUN

  • Bed + room = Bedroom
  • Tooth + paste = Toothpaste
  • Motor + cycle = Motorcycle

ADJECTIVE + NOUN

  • Back + ground = Background
  • Green + house = Greenhouse
  • Full + moon = Full moon

NOUN + VERB

  • Rain + fall = Rainfall
  • Sun + rise = Sunrise
  • Hair + cut = Haircut

VERB + NOUN

  • Driving license
  • Washing machine
  • Waiting room

২টি word মিলে Compound Noun

  • High school
  • Cell phone
  • Water tank
  • Post office
  • Real Estate
  • Life jacket
  • Rain forest

এই compound noun এর বেলায় শব্দদ্বয় একই সাথে আসে।

7. Countable Noun কাকে বলে?

যে সকল noun কে গণনা করা যায় তাকে countable noun বলে। যেমনঃ book, pen, boy, car ইত্যাদি।

countable noun যেহেতু গণনা করা যায় তাই এটি Singular noun ও Plural noun উভয়ই হতে পারে।

Example:

  • A book
  • Two books
  • An apple
  • Five apples / 5 apples

Singular-Plural বুঝাতে singular noun এর পূর্বে (a/an অথবা the) বসে এবং Plural noun বোঝাতে সংখ্যা / number ইত্যাদি বসে।

8. Uncountable Noun কাকে বলে?

যে সকল noun কে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু অন্য কোন উপায়ে পরিমাপ করা যেতে পারে তাকে uncountable noun বলে।

Example:

  • rice
  • sugar
  • oil
  • water
  • toothpaste

যখন আমরা ভাত খাই, তখন কি আমরা ভাত গুনে গুনে খাই…

– ১ টা ভাত

– ২ টা ভাত

গণনা করে আমরা ভাত ঠিকই খাই না কিন্তু পরিমাপ করে অবশ্যই খেতে পারি যেমনঃ

  • আমাকে এক চামচ ভাত দাও
  • আমি এক প্লেট ভাত খেয়েছি

খেয়াল করেছ গুনতে ঠিকই পারছি না কিন্তু পরিমাপ করতে পারছি।

এমনি ভাবে,

  • আমাকে এক গ্লাস পানি দাও
  • দুই লিটার তেল দাও

দোকানে গিয়ে বলি,

  • ১টা toothpaste দিন
  • ১টা soap বা সাবান দিন

এভাবে দোকানদার ভাইকে বললে, তুমি কি চাচ্ছ তার কি বুঝতে কোন সমস্যা হয়।

একদমই না। কিন্তু ইংরেজিতে uncountable noun এর পাল্লায় পড়লে বলতে হবে…

  • one tube of toothpaste
  • two bars of shop
  • five bottles of oil

বিরক্তিকর!

আমরা এখানে কি করছি?

  • Tube দ্বারা toothpaste পরিমাপ করছি
  • Bar দ্বারা shop বা সাবান কে গণনা করছি
  • Bottle দ্বারা তেল কে পরিমাপ করছি

9. Singular Noun কাকে বলে?

যে noun দ্বারা একটি মাত্র ব্যাক্তি, বস্তু, স্থান ইত্যাদি বুঝায় তাকে singular noun বলে।

একটি মান = ১ টি, এখানে ১ (এক) বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই জানা আমরা ইংরেজিতে ১-কে কিভাবে প্রকাশ করি।

1 / one = a / an

Example:

  • 1 book
  • one book
  • a book
  • an egg

মোট কথা singular noun সর্বদা একটি জিনিসকে বুঝাবে।

10. Plural Noun কাকে বলে?

যে noun দ্বারা একের অধিক সংখ্যক ব্যক্তি, বস্তু স্থান ইত্যাদি বুঝায় তাকে plural noun বলে। Plural noun ঠিক singular noun এর বিপরীত অর্থাৎ একের বেশি সংখ্যাকে বুঝাবে।

Example:

  • two books
  • four pens
  • 5 boxes

আর হ্যা, এটা মনে রাখতে হবে singular noun কে plural noun করার বেলায় noun এর শেষে (s, es, আরও কিছু রুল প্রযোজ্য হবে) যেমন

one book = two books

1 box = 3 boxes

11. Material Noun কাকে বলে?

যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং এর অন্তর্গত কোন খন্ড বা অংশকে বুঝায় না তাকে material noun বলে।

Material noun যে বস্তুকে নির্দেশ করে তাকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু ভিন্ন কোন উপায়ে পরিমাপ করা যায়। যেমনঃ

  • gold (সোনা)
  • zinc (দস্তা)
  • iron (লোহা)
  • oil (তেল)
  • water (পানি)
  • salt (লবণ)
  • sugar (চিনি)
  • rice (চাল)
  • Silver (রুপা)
  • copper (তামা)
  • glass (কাচ)

লক্ষ কর, আমরা কাচের তৈরি বিভিন্ন আসবাব-পত্র ব্যবহার করি যার মধ্যে কাচের প্লেট-গ্লাস অন্যতম। এই প্লেট বা গ্লাসের আসল material কিন্তু কাচ।

আবার পরিমাপের কথা যদি বল, প্লেটে করে যে ভাত খাচ্ছ ও গ্লাসে করে যে পানি পান করছ এরা সবাই কিন্তু material noun কারণ এদেরকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না কিন্তু বিভিন্ন উপায়ে পরিমাপ করতে পারি।

যেমনঃ “আমাকে একটি ভাত দাও” আমরা এভাবে বলি না বরং বলি “আমাকে এক চামচ ভাত দাও”

পরিমাপ করলাম চামচ দিয়ে।

আবার, ভাত হওয়ার আগে দোকান থেকে আমরা যে চাল কিনি তখন চালের সংখ্যা গুনে না বরং চাল কেজি মেপে কিনি। যেমন, “আমাকে পাঁচ কেজি চাল দিন”।

এরকম আরো,

  • আমাকে এক গ্লাস দুধ দিন,
  • এক লিটার তেল দিন। ইত্যাদি, ইত্যাদি।

12. Possessive Noun কাকে বলে?

Possessive noun কোন কিছুর উপরে মালিকানা বা অধিকার বোঝাতে ব্যবহৃত হয়। যেমনঃ

  • নাবিলের বই
  • রাকিবের ব্যাগ

এখান possessive noun

  • Nabil’s book
  • Rakib’s bag

লক্ষ কর, (Nabil’s book) এখানে বইয়ের উপর নাবিলের মালিকানা বা অধিকার বোঝাতে apostrophe-চিহ্ন ( ‘ ) ও ( s ) যুক্ত করতে হয়।

অর্থাৎ, ( ‘ ) + ( s ) = ‘s

আরো কিছু possessive noun এর উদাহরণ

  • Asif’s cycle
  • Kamal’s house
  • Rakib’s cat

এই ছিল আমাদের noun নিয়ে আলোচনা আশা করিছি তোমার ভালো লেগেছে! তো শেয়ার করে যুক্ত থাকো ফেসবুকে Green Grammar

READ MORE
Noun Pronoun
Person ইংরেজিতে নিজের পরিচয়
Punctuation Marks Proper Noun

error: GreenGrammar.Com