প্রথমেই আমরা জানবো…
Parts of Speech মানে কি?
Parts of speech জানার আগে অবশ্যই এর মানে আমাদের জানা প্রয়োজন। কারণ এর মানে আমাদের কাছে ক্লিয়ার থাকলে মূল বিষয়টি বোঝা আমাদের জন্য অতি সহজ হবে।
আমরা জানি,
- ইংরেজি part মানে ‘অংশ’ ও
- of মানে ‘এর’
- speech মানে ‘বাক্য বা বক্তব্য’।
তাহলে parts of speech এর মানে দাড়াল = বাক্যের এর অংশ।
আর তাই এই অংশগুলো একত্রিত হয়ে একটি বাক্য তৈরি হয় বলে একে parts of speech বলে।
এবার চটপট একটি বাক্য বা speech লিখি এবং এর বিভিন্ন part বা অংশকে আলাদা করে দেখি।
- I eat rice (আমি ভাত খাই)
আলাদা করে ফেলঃ যেমন ধরো, PARTS: ( I / আমি + eat / খাই + rice / ভাত )
এবার পুরো, SPEECH: I eat rice (আমি ভাত খাই)
Parts of Speech কাকে বলে?
বাক্যে আমরা বিভিন্ন শব্দ বা word ব্যবহার করি। বাক্যে এদের কাজ ও অর্থের দিক দিয়ে একে অন্যের থেকে আলাদা, আর এর ভিত্তিতে এদেরকে যে বিভিন্ন ভাগে বা ক্যাটাগরিতে ভাগ করা হয় তাকেই আমরা parts of speech বলি।
Parts of Speech এর প্রকারভেদ
Parts of speech আট প্রকার। যথাঃ
- Noun
- Pronoun
- Adjective
- Verb
- Adverb
- Preposition
- Conjunction
- Interjection
1. Noun
কোন কিছুর নামকেই noun বলে। যেমন
- কোন ব্যাক্তি বা পেশাগত নামঃ Raju, Mina, doctor, teacher.
- জায়গার নামঃ Dhaka, India, Pakistan, Asia.
- বস্তুর নামঃ Book, pen, table, paper.
2. Pronoun
Noun এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে pronoun বলে। যেমন নিচের বাক্যগুলো পড়ি।
Rana is a good boy. Rana reads in class ten. Rana goes to school regularly.
প্রতিবার (Rana-Rana-Rana) শুনতে ভালো লাগে নাকি?
অবশ্যই না!
তাই আমাদের Rana(noun) এর পরিবর্তে pronoun কে নিয়ে আসতে হবে।
এবার উপরের বাক্যটি একবার Rana নামটি উল্লেখ করে এর পর প্রতিবার pronoun দিয়ে লিখি…
Rana is a good boy. He reads in class ten. He goes to school regularly.
দেখা যাচ্ছে, noun ও pronoun মিলিয়ে বাক্য তৈরি করলে আগের থেকে অনেকাংশেই শ্রুতিমধুরতা বৃদ্ধি পাচ্ছে।
নিচে আরও কিছু pronoun দেখ।
- I
- We
- You
- He
- She
- It
- They
Examples:
- I am a student.
- He reads in class ten.
- We go to school regularly.
3. Adjective
যে word দ্বারা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রাকাশ পায় বা এক কথায় noun বা pronoun বিশেষিত করে বা noun বা pronoun এর সাথে নতুন অর্থ যোগ করে তাকে adjective বলে। যেমন বাক্য দুটি দেখ…
- Raju is a boy.
- Raju is a good boy.
(1) নম্বর বাক্যে বাক্যে “boy” কে (2) নম্বর বাক্যে “good” দ্বারা বিশেষিত করা হয়েছে। এখানে (2) নম্বর বাক্যে আমরা যদি এভাবে প্রশ্ন আরোপ করি…
- প্রশ্নঃ boy টি কেমন?
- উত্তরঃ boy টি ভালো বা good
নিচে আরও কিছু example দেখ।
Examples:
- This is a big elephant.
- The rose is a beautiful flower.
4. Verb
যে word দ্বারা কোন কাজ করা বুঝায় তাকে verb বলে।
Examples:
- I speak English.
- I like greengrammar.com.
- He reads a book.
- He drives a car.
5. Adverb
Adverb হল সেই word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষিত করে। যেমন এর আগে আমাদের দেওয়া adjective এর উদাহরণটা নিশ্চই মনে আছে।
- Rana is a good boy.
এখানে good(adjective)টি boy(noun) কে বিশেষিত করেছে। Adjective শিখতে গিয়ে এটাই তো আমরা শিখেছিলাম তাই তো।
এবার দেখ, Adverb কিভাবে সেই Adjective(good) মডিফাই বা বিশেষিত করে।
- Rana is a good boy.
- Rana is a very good boy.
এখানে very(adverb) দ্বারা good(adjective) কে বিশেষিত করেছে। এ তো গেল adjective কে কিভাবে বিশেষিত করে এবার আমরা adverb কিভাবে verb কে বিশেষিত করে তা দেখার পালা…
Adverb যখন verb কে বিশেষিত করে:
- Nabil runs.
- Nabil runs quickly.
১ নম্বর বাক্যে শুধু এতটুকু বলা হয়েছিল “নাবিল দৌড়ায়” ।
২ নম্বর বাক্যে verb টি কেমন করে ঘটছে অর্থাৎ নাবিল কেমন করে দৌড়ায়? – ( দ্রুত গতিতে)
এখানে, runs(verb) কে quickly(adverb) দ্বারা বিশেষায়িত করেছে।
Adverb যখন adverb কে বিশেষিত করে
- Nabil runs quickly.
- Nabil runs very quickly.
এবার adverb(very) আরেক adverb(quickly) কে বিশেষিত করেছে।
6. Preposition
বাক্য দুটি পড়ঃ
- The book is on the table.
- The pen is in the bag.
Suffix যোগে গঠিত “Pre” অর্থ “পূর্বে” আর “Position” অর্থ অবস্থান অর্থাৎ (pre + position = Preposition)
Preposition হল সে সমস্ত word যা কোন noun বা pronoun এর সাথে বাক্যের অন্য word এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
Example হিসেবে উপরের বাক্য দুটি দেখ…
প্রথম বাক্যে, (on) word-টি book ও table এ noun দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে।
আবার দ্বিতীয় বাক্যে, (in) word-টি pen ও bag এ noun দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে।
আরও কটি Examples দেখি…
Examples:
- The boy is under the tree.
- The student is near the school.
- The bird flew over our head.
অধিক ব্যবহৃত আরও কিছ preposition word নিম্নে উল্লেখ করা হলঃ
- In (মধ্যে)
- On (উপর)
- Near (নিকটে)
- Under (নিচে)
- Between (মধ্যে)
- At (প্রতি, অভিমুখে)
- From (থেকে)
- For (জন্য)
- With (সঙ্গে)
- To (প্রতি, থেকে)
- By (দ্বারা)
- Into (মধ্যে)
- Before (পূর্বে, আগে)
- After (পরে, পিছনে)
- Over (উপরে, ঊর্ধে)
- Of (এর)
- About (সম্পর্কে, সম্বন্ধে)
- Within (মধ্যে, ভেতরে, অভ্যন্তরে)
- Without (ছাড়া, ব্যাতীত)
7. Conjunction
Conjunction: যে word দুই বা ততোধিক word বা sentence কে সংযুক্ত করে তাকে conjunction বলে। যেমনঃ and, but, or ইত্যাদি।
Examples:
- She was clever but lazy.
- He eats an apple and a banana.
Interjection
যে word দ্বারা হঠাৎ প্রকাশিত আবেগ, বিস্ময়, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশিত হয় তাকে interjection বলে। hurrah!(কী মজা!), hush(চুপ), oh(দুঃখ)।
Examples:
- Hey! Are you serious?
- Hush! Listen to me.
- Oh! We lost it.
- Alas! I failed the exam!
- Hurrah! We are passed the exam!