আজ আমরা জানব Person কাকে বলে? কেননা person নিয়ে অনেকেই অনেক অনেক প্রবলেমে আছে।
তো চলো দেখি আজকে সেই প্রবলেম থেকে মুক্তি মেলে কিনা!
Person কাকে বলে?
বাক্যে ব্যবহৃত যে সকল noun বা pronoun কে কেন্দ্র করে verb এর কাজ সম্পন্ন হয় তাকে person বলে। যেমন,
Examples:
- I
- We
- He
- She
- They
Person কত প্রকার?
Person তিন প্রকার। নিম্নে তিন প্রকার person দেওয়া হল…
- First person
- Second Person
- Third Person
1. First Person কাকে বলে?
যে বা যারা কথা বলে তাদেরকে first person বলে।
Examples:
- (I – আমি) I read a book.
- (We – আমরা) We go to school regularly.
2. Second Person কাকে বলে?
যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে second person বলে। যেমনঃ You, Your
Examples:
- (You-তুমি) You read a book.
- You are a student.
3. Third Person কাকে বলে?
যার সম্পর্কে কোন কথা বলা হয় তাকে third person বলে. যেমনঃ He, She, They
Examples:
- (He/She-সে) He/She reads a book.
- (It-এটা) It is a cat.
- (They-তারা) They go to school.
READ MORE | ||
---|---|---|
Noun | Pronoun | |
Person | ইংরেজিতে নিজের পরিচয় | |
Punctuation Marks | Proper Noun |