Skip to main content
Pronoun কাকে বলে

Pronoun কাকে বলে? ৮ প্রকার Pronoun কি কি? (উদাহরণসহ)


বোরিং… বোরিং… বোরিং..! তুমিই বল, প্রতিদিন আর কত এক খাবার ভালো লাগে। হোক না সেটা সবথেকে দামি বা সুস্বাদু। প্রতিদিন এক খাবার বার বার রিপিট করা এটা আর একদমই মানা যায় না।

কি করা যায়? কোন আইডিয়া!

হ্যা, নতুন কোন খাবার ট্রাই করা সিম্পল সমাধান, তাই না!

একঘেয়েমি এই খাবারের মতই ইংরেজি ভাষায়ও বার বার একটা জিনিস রিপিট করা থেকে মুক্ত করতে এবং ভাষাকে আরও সৌন্দর্যমন্ডিত ও নতুনত্য আনতে parts of speech এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য pronoun রয়েছে।

আজ আমরা এই লেসনে pronoun কাকে বলে? pronoun কত প্রাকর ও কি কি? এই সম্পর্কেই জানবো।

তাহলে আর দেরি কেন? চলো শুরু করা যাক…

Pronoun কাকে বলে?

Noun vs Pronoun

Pronoun কাকে বলে? এর উত্তর খোঁজার আগে প্রথেমেই আসো pronoun কেন? এবং এর প্রয়োজনীয়তাটাই বা কতটুকু?

Pronoun কাকে বলে? এটা জানার আগে এগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো এরই মধ্যে noun সম্পর্কে জেনেছি, যে কোন কিছুর নাম।

Pronoun খুব ভালো ভাবে বুঝতে নিচের বাক্যগুলো পড় খুব মনোযোগ সহকারে।

Jamal is a brilliant student. Jamal reads in class ten. Jamal goes to school regularly. Jamal’s teachers love Jamal very much.

একটা ক্লিয়ার কথা বলি শোন, এই প্রতিবার (Jamal- Jamal- Jamal) বলতে বা লিখতে আমি নিজেও বিরক্ত হয়ে গেছি।

হয়তো তুমি এতক্ষনে ফায়ার হয়ে গেছ, কি জানি!

তবে এতক্ষণে আমরা এটা বুঝে গেছি প্রতিবার আসলে বাক্যে noun বা Jamal-Jamal এর পরিবর্তে এমন একটা কিছুর দরকার যা আমরা Jamal বা noun এর পরিবর্তে ব্যবহার করতে পারবো যা আমাদের বাক্যে নতুনত্য আনতে পারবে ঠিক যেমন নতুন খাবার ট্রাই করার মত।

এখন প্রশ্ন, এটা আমরা কিভাবে করব?

আরে আমাদের pronoun আছে তো!

এবার তাহলে চলো দেখি noun ও pronoun এর কম্বিনেশনে বাক্যগুলো লিখে।

Jamal is a brilliant student. He reads in class ten. He goes to school regularly. His teachers love him very much.

কি মনে হয়, আগে (Jamal- Jamal- Jamal) রিপিট করার হাত থেক মুক্তি পাওয়া গেছে এবং বিভিন্ন pronoun যেমনঃ (He – His – Him) এর কম্বিনেশনে বাক্যগুলোনে আরেকটু নতুনত্য আনা গেছে তাই না!

তাইতো একে ডাকা হয় pronoun বলে, (pro + noun = pronoun)

এবার তুমিই বল, Pronoun কাকে বলে?

কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে word বা শব্দ ব্যবহার করা হয় তাকে pronoun বলে।

এতক্ষণে দেখি pronoun তোমার খুব প্রিয় হয়ে গেছে! এখন তাহলে জানতে হবে না আসলে pronoun কত প্রকার ও কি কি?

Pronoun কে আমরা ৮টি ভাগে ভাগ করতে পারি, চলো তবে ৮ প্রকার pronoun কি? কি? দেখে আসি।

৮ প্রকার Pronouns

  1. Personal pronoun
  2. Interrogative pronoun
  3. Distributive pronoun
  4. Demonstrative pronoun
  5. Reciprocal pronoun
  6. Indefinite pronoun
  7. Reflexive and Emphatic pronouns
  8. Relative pronoun

৮ প্রকার Pronouns উদাহরণসহ

Pronoun classification with Bangla examples

চলো তবে এবার ৮ প্রাকার pronoun কি ও কাকে বলে বিস্তারিত জেনে আসি।

1. Personal Pronoun কাকে বলে?

কোন ব্যাক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহার হয় তাকে personal pronoun বলে। যেমনঃ

IWeHe
SheTheyIt

Personal Pronoun Examples:

ব্যাক্তির পরিবর্তে Personal Pronoun Example:

  • Tomal is my best friend. He is a very good boy.
  • Mina lives in a city. She reads in class four.
  • Rana and Reza are friends. They read in class nine.

বস্তুর পরিবর্তে Personal Pronoun Example:

  • Topu is reading a book. It is very interesting
  • Mango is my favorite fruit. It is suitable for health.

Personal pronoun এর আন্ডারে আমরা আরো দুই প্রাকার pronoun নিয়ে কথা বলব।

  1. Subject pronoun
  2. Object pronoun

Subject Pronoun কাকে বলে?

বাক্যে verb এর subject হিসেবে যে pronoun ব্যাবহার করা হয় তাকে subject pronoun বলে।

Examples:

  • He is a boy.
  • I read a book.
  • They are students.

Object Pronoun কাকে বলে?

যখন আমরা verb এর object হিসেবে কোন pronoun ব্যবহার করি তখন তাকে object pronoun বলে।

Examples:

  • ১ম বাক্যঃ Did you like the book?
  • ২য় বাক্যঃ Did you like it?

এই ১ম বাক্যে (book) হল object কারণ আমরা জানি subject যা নিয়ে কাজ করে তাকে object বলে, সুতরাং আমরা এখানে বই বা (book = object) নিয়ে কাজ করছি যেটা কিনা (noun = book) আর এরই পরিবর্তে (it) object pronoun ব্যবহার করলাম।

একই ভাবে নিচের উদাহরণটি দেখ

  • ১ম বাক্যঃ When can we meet Mina and Raju?
  • ২য় বাক্যঃ When can we meet them?

First, Second ও Third person হিসেবে personal pronoun কে আবার তিন ভাগে ভাগ করা যায়।

  1. Personal pronoun of first person
  2. Personal pronoun of second person
  3. Personal pronoun of third person

Personal Pronoun of First Person Examples:

IWeUs
MeMyOur

Personal Pronoun of Second Person Examples:

YouYour
ThouThee

Personal Pronoun of First Person Examples:

HeSheHisHer
ItTheyThemTheir

আরেকটা ধরণের pronoun সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা যাক, কি সেটা? Possessive pronoun.

Possessive Pronoun কাকে বলে?

কোন কিছুর উপর মালিকানা বা অধিকার আছে এমন বোঝাতে যে pronoun ব্যবহার করা হয় তাকে possessive pronoun বলে।

ধরো, This is a book.

এই একটা বই। ভালো কথা, কিন্তু কার বই? কারোর তো হবে এই বইটা!

তার মানে তুমি আমি কেউই ক্লিয়ার না যে বই টি কার?

আর এই সমস্যার সমাধান করে possessive pronoun.

যেমন, কিভাবে?

  • This book is her. (এটা তার বই)

এতক্ষণ পরে আমরা বইটির মালিকে খুঁজে পেয়েছি! আসলে বইটি তার, এরকম মালিকানা বা অধিকার বুঝাতে আমরা possessive pronoun ব্যবহার করব।

Examples:

  • This garden is ours.
  • That village is yours.
  • The school is ours.
Interrogative pronoun

2. Interrogative Pronoun কাকে বলে?

Interrogative শব্দটি শুনেই বুঝে গেছ কি নিয়ে এবার আলোচনা করব।

যে pronoun কোন প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহার হয় তাকে interrogative pronoun বলে। যেমনঃ

WhatWho
WhichWhom

আর এগুলোকে প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যাবহার করা হয় বলে এদেরকে interrogative pronoun বলে।

Examples:

  • Who is she?
  • What is that?
  • Who is that?
  • Which is your bag?
  • What does he want?
  • What do you mean?

3. Distributive Pronoun কাকে বলে?

যে pronoun দুই বা ততোধিক ব্যাক্তি বা বস্তুকে আলাদা করে বুঝায় তাকে distributive pronoun বলে। যেমনঃ

EachEitherNeither

এখানে distributive pronoun এর বেশি ব্যবহৃত কটি শব্দ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো চলো শুরু করা যাক…

Each:

Each মানে (প্রতি + এক) প্রত্যেক। অনেকের মধ্যে প্রত্যেকে মানে এক এক করে। ধরো, সিরিয়াল ধরে এক থেকে শেষ পর্যন্ত এক এক করে প্রত্যেকে ডাকার মত।

Examples:

  • Each of the boys writes a letter.
  • Each of the students has got a book set.

Either:

Either শুধুমাত্র দুটি ব্যক্তি বা বস্তুর যে কোন একটিকে অন্যটির হতে পৃথকভাবে বুঝাতে either ব্যবহার হয়। অর্থাৎ দুইয়ের মধ্যে যেকোন একটিকে বুঝায়, তাই কিন্তু এর verb হিসেবে singular verb হবে

Examples:

  • Incorrect: Either of the two boys are brilliant.
  • Correct: Either of the two boys is brilliant.
  • Incorrect: There are two pens; either are good.
  • Correct: There are two pens; either is good.

Neither:

দুটি বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে একজনও নয় বা কোনটিই নয় এমন বুঝাতে neither ব্যবহার করা হয়।

অনেকটা এরকম যে দোকানে গেলা, ভাই যে দুইটা জিনিস দেখাইছেন তার মধ্যে একটাও পছন্দ হয় নাই । এখানেও verb singular হবে

Examples:

  • Incorrect: There are two pens; neither are good.
  • Correct: There are two pens; neither is good.
Demonstrative pronoun

Demonstrative Pronoun কাকে বলে?

এই – সেই, এইগুলি – ঐগুলি নিয়ে কিন্তু আমরা সারাক্ষণই কথা বলি।

Pronoun এর নিয়ম অনুসারে,

যে pronoun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে (this – that = এই – ঐ) ইত্যাদি দ্বারা তাকে নির্দেশ করা হয় বা বুঝানো হয় তাকে demonstrative pronoun বলে।

  • কাছের জিনিস বুঝাতে আমরা this, these ও দূরের জিনিস বুঝাতে that, those
  • Singular বুঝাতে this, that এবং Plural বুঝাতে যথাক্রমে these, those
NumberSingularPlural
কাছে বুঝাতেThis – এইThese – এইগুলি
দূরে বুঝাতেThat – ঐThose – ঐগুলি

Examples:

  • This is my book.
  • That is your house.
  • These are good pens but those are bad.
  • এখানে this দ্বারা book কে বুঝানো হচ্ছে এবং
  • that দ্বারা house কে বুঝানো হয়েছে।
Reciprocal pronoun

5. Reciprocal Pronoun কাকে বলে?

যে pronoun দুই বা ততোধিক ব্যক্তি মধ্যে পারস্পারিক সম্পর্ক বুঝায় তাকে reciprocal pronoun বলে। মনে রাখবে reciprocal pronoun কাজ করবে ব্যক্তিকে নিয়ে বস্তুকে নিয়ে নয়। যেমনঃ

Each otherOne another

Reciprocal pronoun ভালো ভাবে বুঝতে আমাদের each other ও one another এর মানেটা আগে বুঝতে হবে।

Each Other:

  • Each other – দুজনের মধ্যে পারস্পারিক সম্পর্ক বুঝাতে each other ব্যবহার হয়। যেমনঃ
  • The two friends love each other.

One Another:

  • One another – দুজনের অধিক ব্যক্তি মধ্যে সম্পর্ক বুঝাতে আমারা সাধারণত one another ব্যাবহার করি।
  • The five friends love one another.
Indefinite pronoun

6. Indefinite Pronoun কাকে বলে?

Indefinite শব্দের অর্থই হল অনির্দিষ্ট। তার মানে এখন আমরা অনির্দিষ্ট pronoun নিয়েই কথা বলব।

হ্যা সেটাই।

অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বুঝাতে যে pronoun ব্যবহার করা হয় তাকে indefinite pronoun বলে। যেমনঃ

SomeoneNoneAny
SomethingAnybodySomebody

Examples:

  • Anybody can do this.
  • Everybody should obey his parents.
  • Something is better than nothing.
  • There is nothing to eat.
  • Someone gave me this book.
  • I won’t tell your secret to anyone.
Reflexive pronoun

7. Reflexive and Emphatic Pronouns কাকে বলে?

টাইটেল দেখে তোমার মনে হতে পারে আমরা বোধহয় দুই প্রকার pronoun নিয়ে আলোচনা করব।

দুই প্রকার বলা যেতে পারে আগে চলো এক এক করে বিষয়টি জানি।

প্রথমেই reflexive pronoun এর উদাহরণ দেখে নি।

Example:

He punch himself. (সে নিজেকে ঘুষি মারল)

  • প্রশ্ন – উপরের বাক্যে কে কাকে ঘুষি মারল?
  • উত্তর – সে নিজেকে নিজে ঘুষি মারল!

আজব তাই না, নিজেকে নিজেই মারে!

এখানে বাক্যে He (subject) আবার himself হল (object)

মানে এখানে বুঝাতে চাচ্ছি সে বা he নিজেই নিজের উপর কাজ করছে অর্থাৎ himself এর উপর।

আর এই ধরণের pronoun কে reflexive pronoun বলে। যেমনঃ

YourselfThemselvesMyself
ItselfHerselfOurselves

একটা জিনিস কি খেয়াল করেছে?

Reflexive pronoun গুলোর word এর গঠন।

আমরা my, our, your, them, it ইত্যাদি এই word গুলোর সাথে পরিচিত।

Reflexive pronoun এর জন্য word গঠন করার জন্য ঐ word গুলোর শেষে…

  • self অথবা
  • selves যোগ করা হচ্ছে।

এখন তোমার মনে প্রশ্নে আসতে পারে; কখন (-self) যুক্ত হবে আর কখনইবা (-selves)?

Reflexive pronoun singular and plural

সুন্দর প্রশ্ন এবং এর উত্তরও খুব সিম্পল, এটা মূলত নির্ভর করে singular ও plural এর উপর। যেমনঃ

  • My (আমার) এটা তো singular অতএব এরসাথে -self যুক্ত হবে (my + self = myself) এবং
  • Our (আমাদের) একের অধিক plural তাই এখানে -selves যুক্ত হবে (our + selves = ourselves)

বিষয়টি আরও ক্লিয়ার হতে নিচের ছকটি দেখ।

NumberSingularPlural
First PersonMyselfOurselves
Second PersonYourselfYourselves
Third PersonHimself
Herself
Itself
Themselves

Examples:

  • He hurt himself.
  • She made the cake herself.
  • I ate breakfast by myself.
  • I baked the bread myself.
  • You might cut yourself.

এবার আসো emphatic pronoun নিয়ে…

Emphatic pronoun কাকে বলে?

Emphatic pronoun নিয়ে আর কি বলব, প্রথমোত এটা উচ্চারণ করতেই কষ্ট হয়ে যায় কেমন যেন।

Emphatic এর উচ্চারণ (এমফ্যাটিক) এর মানে জোরালো

এবার বুঝতেই পারছো বক্যে মনে হয় আমাদের আরও জোরালো কিছু করতে হবে।

হ্যা সেটাই ।

  • She made the cake herself. (সে নিজেই কেক তৈরি করেছে)

খুবই ভালো, কেক বানাতে জানো তবে!

এবার নিচের বাক্যদুটি পড়ঃ

  • ১ম বাক্য – She did it. (সে এটা করেছিল)
  • ২য় বাক্য – She herself did it. (সে নিজেই এটা করেছিল)

ব্যক্য দুটির মধ্যে পার্থক্য কোথায়?

সাধারণ ভাবে (herself) কে নিয়ে।

খেয়াল কর,

Emphatic pronoun
  • ১ম বাক্যে, (সে এটা করেছিল) কিন্তু
  • ২য় বাক্যে (সে নিজেই এটা করেছিল)

দেখেছ কি, নিজেই ব্যবহার করে ১ম বাক্যের থেকে ২য় বাক্যটি আরও জোরালো ভাবে বলা চেষ্টা করা হল।

আমরা হরহামেশা এরকম কথা বলে থাকি…

  • আরে আমি নিজে দেখেছি
  • আমি নিজে নিজেই করেছি
  • আমি নিজে গিয়েছি ইত্যাদি ইত্যাদি

I myself went there. (আমি নিজেই সেখানে গিয়েছিলাম)

তাহেলে আমরা কি বুঝলাম,

Noun বা pronoun এর পরে বসে, যে pronoun ঐ noun বা pronoun এর উপর জোর আরোপ করে তাকে emphatic pronoun বলে।

Relative pronoun

8. Relative Pronoun কাকে বলে?

আরে এক-এক করতে করতে আমাদের সর্বশেষ relative pronoun এ চলে এসেছি।

Congratulation!

তোমাকে অভিনন্দন এরই মধ্যে তুমি pronoun সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছে।

আর একি সাথে তোমাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।

তো এবারের আমাদের টপিক relative pronoun যা বোঝার জন্য মন নিয়ে নিচের বাক্য দুটি পড়।

  • This is a book. (এই হয় একটা বই)
  • I bought it yesterday. (আমি গতকাল এটি কিনেছি)

বাক্য দুটি আলাদা লিখলেও বুঝা যায় এদের মধ্যে একটা সম্পর্ক বা কানেকশন আছে।

কিভাবে?

দেখ বাক্য দুটিকে আলাদা না লিখে relative pronoun এর মাধ্যমে আমরা একটি বাক্যে পরিণত করতে পারি।

This is a book that I bought yesterday.

এখানে that দ্বারা book কে বুঝানো হয়েছে ( that = book ) এবং বাক্য দুটিকে relative pronoun (that) ব্যবহার করে বাক্য দুটিকে সংযুক্ত করা হয়েছে।

তাহলে আমরা বলতে পারি…

যে pronoun কোন noun এর পরিবর্তে বসে দুটি বাক্যকে যুক্ত করে তাকে relative pronoun বলে।

Relative pronoun হিসেবে আমরা বেশির ভাগ সময় নিচের word গুলো ব্যবহার করে থাকি।

WhoWhichWhat
ThatWhenWhom

Examples:

The boy is my friend. He came here yesterday.The boy who came here yesterday is my friend.
This is a child. I told him a story.This is the boy whom I told a story.
This is the bag. I want to buy it.This is the bag which / that I want to buy.

এভাবে আমরা relative pronoun ব্যবহার করে দুটি বাক্যকে সংযুক্ত করতে পারি।

Relative pronoun examples

তো এবার বল, আমাদের pronoun নিয়ে লেখা তোমার কেমন লাগলো?

যদি তোমার জন্য সামান্যতম ও হেল্পফুল হয়ে থাকে তবে তাতেই আমাদের পরিশ্রম সার্থক!

আবার নতুন কোন বিষয়ের উপর পোস্ট পেতে আমাদের সাথে যুক্ত হতে পারো ফেসবুকে এবং এই পোস্টটি এখনি শেয়ার দিতে পারো তোমার এক ক্লিকে।

তো ভালো থেকো, সব কিছুর জন্য ধন্যবাদ!

READ MORE
Noun Pronoun
Person ইংরেজিতে নিজের পরিচয়
Punctuation Marks Proper Noun

error: GreenGrammar.Com