Skip to main content
Proper noun কাকে বলে?

Proper Noun কাকে বলে? (উদাহরণসহ শিখে নাও)


যে noun দ্বারা কোন ব্যাক্তি, বস্তু, স্থান বা অন্য কোন যেকোন কিছুর নিদিষ্ট নামকে বুঝায় তখন তাকে proper noun বলে।

এখানে বিশেষ ভাবে লক্ষ্যনীয় ( নিদিষ্ট নাম)

যেমন পৃথিবীতে অনেক দেশই আছে কিন্তু তুমি তো নিদিষ্ট কোন দেশে বাস কর আর সেই অনেক দেশের মধ্য থেকে নিদিষ্ট দেশটির নাম proper noun

Proper noun Example

Proper Noun Table

Common NounProper Noun
ManJamal, Kamal, Raju, Asif
RiverPadma, Meghna, Jamuna, Surma
CityDhaka, Khulna, Borishal Delhi
LanguageBangla, Hindi English, Arabic,
CountryBangladesh, India, Pakistan, Myanmar

Examples:

  • Dhaka is a big city.
  • Bangladesh is a small country.
  • Asif is a brilliant student.
  • He was born in Khulna.
  • Jamal and Kamal are brothers.
  • Jamal was born in Rajshahi.

Proper Noun সবসময় বড় হাতের অক্ষরে হবে

গুরুত্বপূর্ণ নোট,

আমরা সকলেই জানি বাক্যের প্রথম অক্ষর সবসময় বড় হাতের লেটার দিয়ে শুরু হয়

কিন্তু proper noun এর বেলায় proper noun বাক্যের যেখানেই আসুক তা সব সময় বড় হাতের লেটার হবে, যদি তা বাক্যের শেষেও আসে

Example:

  • They lives in Bangladesh.
  • My friend Zahid lives in a village.
  • Lets’s go to Sundarbans.
Proper noun and common noun
READ MORE
Noun Pronoun
Person ইংরেজিতে নিজের পরিচয়
Punctuation Marks Proper Noun

error: GreenGrammar.Com