Punctuation Mark কাকে বলে?
বাক্যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যাবহার করে বাক্যের বক্তব্যকে পাঠকের কাছে সুন্দের ও সঠিক ভাবে উপস্থাপনের অন্যতম মাধ্যম এই punctuation mark.
এক কথায় Punctuation mark এর বাংলা হল বিরামচিহ্ন বা যতিচিহ্ন, যা দারা এতটুকু বুজতেই পারো বাক্যে একটু বিরতি নেওয়ার বা বিভিন্ন সাংকেতিক চিহ্ন আরকি।
অতএব, লেখকের লেখা ও পাঠকের কাছে সেই লেখাকে সঠিক ও পরিষ্কার ভাবে তুলে ধরতে punctuation marks এর ব্যবহার করা হয়।
তাই আমরা আজকের এই পুরো লেসন punctuation mark কত প্রকার ও কি কি এবং এর সহজ নিয়মগুলো সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করব।
আজ বহুল প্রচলিত ১০টি কমন punctuation marks সম্পর্কে জানবো এবং প্রতিটির গুরুত্বপূর্ণ ব্যবহার উদাহরণ সহকারে দেখবো।
তো চলো শুরু করা যাক ১০টি কমন punctuation marks এর নাম দিয়ে…
১০টি কমন Punctuation Marks এর নাম
- Full Stop বা Period (ফুলস্টপ)
- Question Mark বা Note of Interrogation (জিজ্ঞাসা চিহ্ন)
- Exclamation Mark বা Note of Exclamation (বিস্ময় চিহ্ন)
- Comma (কমা)
- Quotation Mark বা Inverted Commas (কোটেশন মার্ক বা ইনভারটেড কমা)
- Colon (কোলন)
- Semicolon (সেমিকোলন)
- Apostrophe (এপসট্রফি)
- Brackets (ব্রাকেট)
- Hyphen (হাইপেন)
১০টি কমন Punctuation Marks Rules with Bangla Examples
1. Full Stop বা Period (.)
Full stop (.) হল English language এ সর্বাধিক ব্যবহৃত punctuation mark. ব্রিটিশ ইংলিশে একে (full stop) বলা হলেও আমেরিকান ইংলিশে একে (period) বলা হয়।
সাধারণত full stop কে আমরা দুই ভাবে ব্যবহার করি।
Rule-1: একটি বাক্য সম্পূর্ণ বা শেষ হয়েছে বোঝাতে।
Examples:
- I am a student.
- This is our school.
Rule-2: নাম বা শব্দের সংক্ষিপ্ত রুপ (abbreviation) বোঝাতেও আমরা full stop ব্যবহার করি।
Examples:
- Mr. Amin is a good teacher.
- M.A. (Master of Arts)
2. Question Mark (?)
প্রশ্নবোধক চিহ্ন বা question mark কোন প্রশ্ন বা interrogative sentence হলেই full stop এর পরিবর্তে question mark ব্যবহার হয়।
Examples:
- What is your name, please?
- How old are you?
3. Exclamation Mark (!)
Exclamation mark বা আবেগসূচক চিহ্ন sentence এর ভাবার্থের উপর নির্ভর করে যদি বাক্যে আবেগ, বিস্ময় ইত্যাদি ফুটে ওঠে তবে exclamation mark ব্যবহার হবে।
Examples:
- What a beautiful flower it is!
- This is completely unbelievable!
4. Comma (,)
Rule-1: Comma বাক্যের মধ্যে কিছুটা থামা বা word আলাদা করতে ব্যবহার হয়, আমরা উদাহরণ থেকে বিষয়টি দেখি।
Examples:
- I love apples, oranges, and mangoes.
- I eat rice, vegetables, and fish.
NOTE: উপরের উদাহরণদুটি কেমন একটু দেখতে লাগলো আমরা সাধারণত লিস্ট আইটেমগুলোর ক্ষেত্রে শেষের দুটিকে শুধু and এমন জাতীয় word ব্যবহার করি যেমনঃ
- I eat rice, vegetables and fish.
এখনেতো comma ব্যবহার করছি না, তাহলে comma ব্যবহার করা আর না করা কোনটি (সঠিক)
এখানে ভুল বা সঠিকের বিষয় নয়, বিষয় হল এখানে দুটি প্রচলিত ব্যবহার দেখতে পাওয়া যায়। দেখা যায় আন্তর্জাতিক বিভিন্ন ফরমেটে and এর আগে comma(,) ব্যবহার করতে। অতএব আমাদের ব্যবহারেও কোন বাধা নেই এবং না ব্যবহারেও খুব একটা সমস্যা দেখছি না।
Rule-2: কোন নামকে বা কাউকে সম্বোধন করার ক্ষেত্রে comma ব্যবহার করি।
Examples:
- Rana, come here.
- Student, listen to me.
Rule-3: ইমেইল, চিঠি-পত্র বা আবেদনপত্রে কাউকে সম্বোধন করার সময় এই নিয়মটি চোখে পড়বে।
Examples:
- Dear Rana,
- Dear Sir,
- My dear friends,
- The headmaster, ইত্যাদি।
Rule-4: কোন বাক্যের শুরুতে যদি এভাবে (yes/no) ধরণের কিছু থাকে তবে comma ব্যবহার করে বাক্যের অন্য অংশ থেকে আলাদা করা হয়।
Examples:
- Yes, I know.
- No, thanks.
Rule-5: তারিখ ও ঠিকানা লিখতে
Examples:
- তারিখঃ January 10, 2020
- ঠিকানাঃ My friend is from Gazipur, Dhaka.
Rule-6: গণনার সুবিদার্থে ও ভুল এড়াতে ৩-এর অধিক সংখ্যা বিশিষ্ট্য অংকের বেলায় comma ব্যবহার করে। এটি খুবই ভালো প্রাকটিস।
Examples:
- 1,000
- 1,00,000
Rule-7: কারো বক্তব্য হুবুহু বাক্যে উদ্ধিতি করতে চাইলে তার আগে কমা ব্যবহার করা হয়।
Examples:
- My mother said, “Where are you going.”
- Our teacher said, “Help the poor.”
5. Quotation Mark (“”)
আমরা সাধারণত দুই ধরণের quotation mark এর সাথে পরিচিত
- Single Quotation Marks (‘’) অপরটি
- Double Quotation Marks (“”)
আগেই আমরা আলোচনা করেছি, কারো বক্তব্যকে হুবুহু বাক্যে উদ্ধিতি করতে quotation marks ব্যবহার হয়।
Examples:
- The teacher said to me, “What is your name?”
- He said, “I am a student.”
NOTE: লক্ষ করার বিষয় এই যে full stop (.), question mark (?) বা exclamation mark (!) কিন্তু quotation marks (“”) এর ভেতরে হবে এবং quotation marks শুরুর পরের word-টি কিন্তু বড় হাতের অক্ষর বা capital letter এ হবে।
6. Colon (:)
Rule-1: কোন কিছুর পরে যদি সিরিজ বা লিস্ট ইলিমেন্ট থাকে তখন colon ব্যবহার হয়।
Examples:
- I will need the following items: milk, sugar, eggs, and rice.
- I have three hobbies: reading, writing and fishing.
NOTE: এই লাইনে (note) লেখার পরে colon ব্যবহার করছি একইসাথে প্রতিবার example দেবার বেলায় (examples:) এর পর colon দিয়েছি এবং আরও খেয়াল কর উপরের দুটি উদাহরণের একটিতে and এর আগে comma এবং অপরটিতে comma ব্যাবহার করি নি। এটা যার যার ইচ্ছা সে কোন রুলটিতে সাচ্ছন্দ্য বোধ করে।
Rule-2: আমরা ডায়লগ ও টাইম লিখতে colon ব্যবহার করি।
Examples:
ডায়লগ,
- Asif: What is your name?
- Reza: My name is Reza.
সময়,
- 11:30 AM
- 2:45 PM
7. Semicolon (;)
Comma (,) এর থেকে বেশি সময় এবং full stop (.) এর থেকে কম সময় থামতে ও পৃথকীকরণের জন্য আমরা semicolon ব্যবহার করি।
Examples:
- My father is a teacher; my mother is a doctor.
- Raju likes vegetables; Reza does not.
8. Apostrophe (’)
Rule-1: Possessive বা কোন কিছুর মালিকানা বোঝাতে apostrophe ব্যবহার হয়।
Examples:
- This is Nabil’s house.
- It is my friend’s book.
Rule-2: বাক্যের একাধিক word-কে সংক্ষিপ্ত করনের জন্যে ব্যাবহার হয় যা writing ও spoken English এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
Examples:
- You are =You’re
- He is = He’s
- I will = I’ll
- We have = We’ve
- I have = I’ve
9. Brackets ()
কোন কিছুর ব্যাখ্যা বা কোন অতিরিক্ত তথ্য প্রদানের জন্য বন্ধনী বা brackets ব্যবহার করা হয়।
Examples:
- 1 kg = 1000g (1 kilogram = 1000 grams)
- I joining the English class with Asif. (Asif is my best friend)
10. Hyphen (-)
Rule-1: দুই বা ততোধিক word যুক্ত করতে hyphen ব্যবহার করা হয়।
Examples:
- This is your father-in-law. (শশুড়)
- He is self-employed.
Rule-2: 21-99 ইংরেজি কথায় লিখতে hyphen ব্যবহার হয়।
Examples:
- Twenty-two (22)
- Fifty-five (55)
- Ninety-nine (99)
Rule-3: একটি sentence লেখার সময় কোন কারণে ঐ লাইনে sentence-টি ধরল না বা ঐ sentence এর সাথে আরো কিছু আছে এমন বোঝাতে hyphen ব্যবহার হয়।
এইভাবে punctuation marks গুলো আমাদের লেখার প্রয়োগ করে লেখাকে সুন্দর ও অন্যরা যেন সহজে বুঝতে পারে সে ব্যবস্থা করতে পারি।
মূলত ছোট এই punctuation marks এর মূল উদ্দেশ্যই লেখকের ও পাঠকের কাছে লেখাকে সহজ ও সুন্দর করে তুলে ধরা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আমরা চেষ্টা করেছি উদাহরণ সহকারে কমন punctuation marks নিয়ে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার।
পরিশেষে, কেমন লাগলো punctuation marks নিয়ে লেখাটা?
যদি সামান্যতমও ভালো লাগে এবং নিজের ও অন্যের জন্য হেল্পফুল মনে কর তবে লাইক কর এবং বন্ধুদের জানাতে এখনি শেয়ার কর।
READ MORE | ||
---|---|---|
Noun | Pronoun | |
Person | ইংরেজিতে নিজের পরিচয় | |
Punctuation Marks | Proper Noun |