ইংরেজি grammar এর আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
কি সেটা, singular and plural noun!
যে কোন ভাষায় noun সে ভাষার একটি বড় উপাদান তা অন্য ভাষার জন্য হোক কিংবা খোত ইংরেজি ভাষাই হোক।
তাই আমাদের আজকের টপিক singular and plural noun
তো চলো শুরু করা যাক…
Singular and Plural Nouns

Singular Noun কাকে বলে?
যখন noun কেবল মাত্র (একটি) ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে বুঝায় তাকে singular noun বলে।
Examples:
- 1 book
- a book
- one book
Plural Noun কাকে বলে?
আবার যখন একের অধিক noun কে নির্দেশ করে তখন তাকে plural noun বলে।
NOTE: ১ এর অধিক ২, ৩, ৫ যে কোন সংখ্যার হতে পারে।
Examples:
- 4 books
- four books
- five pens
Singular ও Plural Noun [Number Rules হিসেবে কাজে লাগবে]
#১ নাম্বার রুলঃ
বেশির ভাগ noun কে plural করতে singular noun এর শেষে একটি (-s) যুক্ত করলেই plural হয়ে যায়।
- book – books
- car – cars
- boy – boys
- cat – cats
- hat – hats
#২ নাম্বার রুলঃ
Noun এর শেষে (-s, -ch, -sh, -ss, -x) থাকলে তবে (-es) যুক্ত করে plural noun করতে হয়।
- box – boxes
- bus – buses
- watch – watches
- class – classes
- dish – dishes
#৩ নাম্বার রুলঃ
যদি noun এর শেষে (-y) থাকে এবং এর পূর্বে consonants হয় তবে (-y) উঠে গিয়ে (-ies) হবে।
- baby – babies
- story – stories
- country – countries
- city – cities
- duty – duties
#৪ নাম্বার রুলঃ
Vowel (a, e, i, o, u) এর পরে যদি (-y) থাকে তবে শুধু (-s) যুক্ত করে plural করতে হবে।
- day – days
- key – keys
- boy – boys
- toy – toys
- holiday – holidays
#৫ নাম্বার রুলঃ
Singular noun এর শেষে যদি (-f) বা (-fe) থাকে তবে তা উঠে গিয়ে (-ves) বসবে।
- wife – wives
- shelf – shelves
- life – lives
- half – halves
- scarf – scarves
ব্যতিক্রমঃ
- chief – chiefs
- roof – roofs
- belief – beliefs
এতক্ষন আমরা regular plural noun এর রুল গুলো জানলাম এবার আমরা irregular plural noun গুলো সম্পর্কে জানব। যেটা খুবই গুরুত্বপূর্ণ।
Irregular Noun
Regular noun এর শেষে আমরা যেভাবে কিছু + যোগ করে plural করেছি irregular noun কিন্তু এরকম না একদম।
Examples:
- man – men
- woman – women
- child – children
- foot – feet
- tooth – teeth
- mouse – mice
- goose – geese
- ox – oxen