Verb ছাড়া নাকি Sentence বা বাক্য গঠিত হয় না, তাইতো verb কে (V I P) ভেবে verb-কে “বাক্যের প্রাণ” বলে।
বুঝলাম, কিন্তু নিচের বাক্যটি দেখে তো রিতিমতো অবাক হয়ে গেলাম!
What a beautiful flower!
এই বাক্যে সেই very (VIP) পারসন সেই verb টা গেল কোথায়? চলো ডাবল চেক করে দেখি।
তাহলে আমাদের very (VIP) সেই verb গেল কোথায়?
বুঝতে হবে তোমাকে এটা exclamatory sentence অতএব বিস্ময় ও আবেগের দরুণ এই sentence টির এই পরিণতি!
কারণ তুমি কি জানো না, exclamatory sentence এর verb উহ্য থাকে, তার মানে উল্লেখ বা অনুপস্থিত থাকে।
অনেকটা ক্লাসে ইচ্ছা করে অনুপস্থিত থাকার মত আরকি।
ইচ্ছাকৃত কথাটা বলছ কেন?
কেনইবা বলব না, বল। তুমি চাইলে verb সহকারে sentence টি লিখতে পারতে, কি পারতে না?
What a beautiful flower it is!
অবশেষে বাক্যে be verb: (is) এর দেখা পাওয়া গেল। আমাদের সেই VIP = very important person
আমারা যে VIP টাকে খুঁজে পেলাম এটা কিন্তু তোমার প্রিয় VIP বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।